রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত। গতকাল রবিবার (১৯ মে) সকাল দশটায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এহেতেশাম রেজা সভাপতিত্বে মাসিক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ অর্থনৈতিক শুমারী-২৩ উপলক্ষ্যে জেলা শুমারী কমিটির সভা,তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষন (ংঁঢ়বৎারংরড়হ) ও পরিবীক্ষন কমিটির সভা,জাতীয় শুদ্ধাচার কর্ম কৌশল বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঝঃধশবযড়ষফবৎ অংশীজনের সভা,অর্থনৈতিক শুমারী-২৩ উপলক্ষ্যে জেলা শুমারী কমিটির সভা,অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া সিভিল সার্জন ডা. মোঃ আকুল উদ্দিন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল হক, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, কুষ্টিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রীতম শীল, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া উপপরিচালক ড.হায়াত মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তা, মো.আব্দুল বারী,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া সহকারী পরিচালক সুচন্দন মন্ডল,পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুর রহমান,গণপূর্ত বিভাগ কুষ্টিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী (ই-এম) কবির মোড়ল, ওজোপাডিকো কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী,সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনজুরুল করিম,পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া সহকারী বায়োকেমিস্ট (পরিদর্শক) নরেশ চন্দ্র বিশ্বাস,পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কুষ্টিয়া মোঃ সামচুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশীরল কার্যালয় এলজিডি কুষ্টিয়া অঞ্চল কুষ্টিয়া সহকারী প্রকৌশলী মোঃ আকমল হক, এছাড়াও জেলার সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলা উন্নয়ন সমন্বয় মিটিংয়ে কুষ্টিয়া জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ। জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট, নো ফুয়েল কুষ্টিয়া জেলাই এই বিষয়ে খুব কঠোর ভাবে মনিটরিং করা হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যে সকল কর্মচারী ও কর্মকর্তা বাইক নিয়ে অফিসে যাতায়াত করেন তাদের প্রতি এবং জেলা সকল সাধারণত নাগরিক প্রতি নো হেলমেট, নো ফুয়েল এই নিয়ম মনে চলার আহ্বান জানান।
