নৈরাজ্যকে প্রতিহত করতে শিক্ষার্থীরা কুষ্টিয়াবাসীর পাশে থাকবে - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নৈরাজ্যকে প্রতিহত করতে শিক্ষার্থীরা কুষ্টিয়াবাসীর পাশে থাকবে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৯, ২০২৪

নিজ সংবাদ  ॥ কুষ্টিয়ার এক ঝাঁক তরুন শিক্ষার্থী শহরে সতর্কবার্তা জানিয়ে মাইকিং করে। গতকাল বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা কুষ্টিয়া শহরের এন এস রোড সহ বিভিন্ন স্থানে মাইকিং করেন। কুষ্টিয়াবাসীর পাশে থাকবে জানিয়ে সাধারন শিক্ষার্থীরা বলেন, স্বাধীন দেশকে সাজাতে সকল নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সকলে এক হতে পারলে কোন নৈরাজ্য হবে না।

আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে নৈরাজ্যকে দ্রুত সময়ের মধ্যে দুর করতে পারবো। যে কোন প্রকার সহিংসতার বিরুদ্ধে আমরা আছি। সাধারণ ছাত্র ছাত্রীরা আজীবন সহিংসতার বিরুদ্ধে ছিলো আগামীতেও থাকবে। আপনাদেরকে যারা একটি সুন্দর দেশ উপহার দিয়েছে তারাই এই সুন্দর দেশকে সুন্দর করবে। কুষ্টিয়াবাসী চলমান নৈরাজ্যকে ভয় পাবেন না। সাধারণ শিক্ষার্থীরা কুষ্টিয়াবাসীর পাশে আছে। কোন এলাকায় নৈরাজ্য, চুরি, ডাকাতি হলে শিক্ষার্থীদের জানানোর আহব্বান জানান তারা।