নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় জাতীয় কাবাডি, দাবা, ভলিবল ও ব্যাডমন্টিন প্রতিযোগিতা টুর্নামেন্ট অনুষ্ঠিত, বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম হাই স্কুল মাঠে ও কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে, ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভীর হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ফাইনাল খেলা শেষে কুষ্টিয়া জেলা সুইমিং পুলে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। নেশা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। দেশ এবং সমাজ পরিবর্তনে খেলাধুলার মত বিভিন্ন ভালো কাজে এগিয়ে আসতে হবে।
