কুমারখালীতে মরহুম খাঁন নুরুল ইসলাম (কালু) চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কুষ্টিয়ার কুমারখালীতে মরহুম খাঁন নুরুল ইসলাম (কালু) চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

কুমারখালীতে মরহুম খাঁন নুরুল ইসলাম (কালু) চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
১৭ই জুলাই বিকাল ৪টায় মরহুম খাঁন নুরুল ইসলাম( কালু) চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি আয়োজিত খেলায় শিলাইদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক এর সভাপতিত্বে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
এ সময় আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার,ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু,কুমারখালীর রানা টেক্সটাইল এর পরিচালক এস এম রানা, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন প্রমূখ।
![]()
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন এলাকার থেকে আগত দর্শক বৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় ৩/২ গোলে মাগুরা জেলাকে হারিয়ে নাটোর জেলা জয়লাভ করেন।
