দৌলতপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৪, ২০২৩
দৌলতপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

শুক্রবার কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ডাংমড়কা প্রাইমারি স্কুল মোড় হইতে মশাউড়া পর্যন্ত ১৫০০ মিটার ( দেড় কিলোমিটার) কার্পেটিং রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার জাহান বাদশাহ এমপি।

দৌলতপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

দৌলতপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

দৌলতপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

দীর্ঘ সময় এ রাস্তার দুর্দশার কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। রাস্তার কাজ শুরু হওয়াতে এখানে উতসবমুখর অবস্থা বিরাজমান। রোজার প্রথম দিন হওয়া সত্ত্বেও উদ্বোধনের সময় স্থানীয় জনগণ সহ নেতৃবৃন্দের সাবলীল উপস্থিতি দেখা যায়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড: এজাজ আহামেদ মামুন, উপেজলা আওয়ামী লীগের সহ সভাপতি টিপু নেওয়াজ, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাকি, আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম কবিরাজ, সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগ কমিটির নেতা মাইনুল ইসলাম,আওয়ামী নেতা মোকাদ্দেস, বিভিন্ন ওয়ার্ডের সাবেক ও বর্তমান সদস্য বৃন্দ সহ আদাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সাবেক ছাত্রনেতা মাইনুল হোসেন বলেন – “ ২০০৭ সাল থেকে এ রাস্তার খারাপ অবস্থা দেখে আসছি। অনেকে আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়েছে বাদশাহ্ ভাই এর মাধ্যমে এজন্য এলাকাবাসী তার নিকট কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ”? দৌলতপুরের উপজেলার অসম্পূর্ণ অন্যান্য রাস্তাও দ্রুত সময়ে শেষ হবে বলে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্ আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: