নির্বাচিত হলে কুষ্টিয়া সদরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো : তণু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নির্বাচিত হলে কুষ্টিয়া সদরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো : তণু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩, ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু বলেছেন, আমি নির্বাচিত হলে কুষ্টিয়া সদরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

নির্বাচিত হলে কুষ্টিয়া সদরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো : তণু

এবারের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যেমন দলীয়প্রার্থী দিয়েছেন অপরদিকে দলীয় নেতা-কর্মীদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য প্রতিটি আসনেই দলীয় প্রার্থীর পাশাপাশি আমরা দলীয় নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। তণু বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেছেন, আওয়ামীলীগের নেতা কর্মীরা যার পক্ষে খুশি কাজ করবে, এটা তাদের ইচ্ছা। এজন্য এ নির্বাচনে দলীয় বা স্বতন্ত্রপ্রার্থী যিনিই নির্বাচিত হবেন, তিনি দলের কাছে সমানমূল্যায়িত হবেন। কাজেই উন্নয়নের ধারাবাধাগ্রস্থ হওয়ার কোন সুযোগ নেই। তণু বলেন, জননেত্রী শেখ হাসিনা কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ, বাইপাস সড়ক, মডেল মসজিদ, মন্দির, সুইমিংপুল, স্টেডিয়াম ও সেতু নির্মাণ করেছেন।

দেশব্যাপি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালীন ও বয়স্ক ভাতা সহ বিভিন্ন ভাতা চালু করেছেন। আমি নির্বাচিত হলে এগুলো অব্যাহত রাখার পাশাপাশি কুষ্টিয়াবাসীর বেকারত্ব দূর করারজন্য বন্ধমিল-কারখানা চালু করার চেষ্টা করবো এবং অবহেলিত কুষ্টিয়া সদরের উন্নয়নে নতুন নতুন পদক্ষেপ গ্রহণকরবো।

তণু বলেন, জননেত্রী শেখ হাসিনার কাছ যাওয়ার এবং তাঁর মাধ্যমে কুষ্টিয়া সদরের উন্নয়ন করার সুযোগ আমার আছে। আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে কুষ্টিয়া বাসীর ভাগ্য উন্নয়নে আরও কাজ করার সুযোগ দিন।

কুষ্টিয়া শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু এসব কথা বলেন। তিনি দিনব্যাপি নিজকর্মী ও সমর্থকদের সাথে নিয়েপৌর ১০ নং ওয়ার্ডের হরিজন পল্লী, কবি আজিজুর রহমানসড়ক, কমরেডর ও শনসড়ক, ধোপাপাড়া, হরিশংকরপুর, হাউজিং, জেলখানা মোড়, মোল্লাতেঘরিয় সহসদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।