কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কামরুল ইসলাম গ্রেফতার
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কামরুল ইসলাম কামু (৫৫) কে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কামরুল ইসলাম গ্রেফতার
১০ই অক্টোবর বেলা ১ টা৪০ মিনিটের সময় কুষ্টিয়া সদর থানা কুঠিপাড়া এলাকার মৃত দিরাজ ফকিরের বাড়িতে তল্লাশি করে দিরাজ ফকিরের ছেলে কামরুল ইসলাম কামু (৫৫) কে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ঈশিতা আক্তার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া অভিযানে নেতৃত্ব এবং এজাহার দাখিলকারী পরিদর্শক মোঃ বেলাল হোসেন সাংবাদিকদের বলেন আমাদের এই অভিযান চলমান থাকবে।
