নিখোঁজের ২০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ঢাবি ছাত্র - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিখোঁজের ২০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ঢাবি ছাত্র

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৩, ২০২৩
নিখোঁজের ২০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ঢাবি ছাত্র

নিখোঁজের ২০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ঢাবি ছাত্র। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তানভীর আহমেদ (২৩) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিখোঁজ হয়েছেন। সোমবার (১২ জুন) বিকেল পৌনে ৪টার দিকে কুমারখালী উপজেলার লাহিনীপাড়ার গড়াই রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজের ২০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ঢাবি ছাত্র

নিখোঁজের ২০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ঢাবি ছাত্র

নিখোঁজের ২০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ঢাবি ছাত্র

ঘটনার পর ২০ ঘণ্টা অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ও ডুবুরিদল। নিখোঁজ তানভীর বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তারা বাবা আব্দুল মালেক বরগুনা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ১৩ জন ছাত্র একটি মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। সেখান থেকে যান কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে।

এরপর বিকেলে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদে রেলসেতুর নিচে নামেন ওই তিন বন্ধু। তারা সাঁতরে গড়াই নদ পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর পানির স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে কুমারখালী ও কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তাদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। নিখোঁজের ২০ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তানভীরকে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুমারখালীর ইউএনও বিতান কুমারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুপুর ১টার দিকে কুষ্টিয়া ফায়ার সার্ভিস সহকারী পরিচলক মো. জানে আলম বলেন, কুষ্টিয়া ফায়ার সার্ভিস, কুমারখালী ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো নদীতে ডুবে যাওয়া ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।