কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন আহমেদের ইন্তেকাল
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৬:২০ মিনিটে ডা: তোফাজ্জল হেলথ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করে।

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন আহমেদের ইন্তেকাল
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বৃহস্পতিবার বাদ যোহর হাসান জামান লালন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে জানাযা শেষে হাউজিং ফায়েজুল গোরাবাহ ওয়াকফিয়াত পৌর কবরস্থানে মৃত নাসির উদ্দিনন আহমেদের দাফন সম্পন্ন হয়।
এসময় জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

দাফন শেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। উল্লেখ নাসির উদ্দিন আহমেদ দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
