বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনের অন্তর্গত বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ৩টার দিকে কবুরহাটের ইসলামিক মডেল ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক ও সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ এর উদ্যোগে, বটতৈল ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড মহিলা দল এই কর্মী সমাবেশের আয়োজন করেন। কর্মী সমাবেশর উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।
এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন ও আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু, বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম ও আব্দুল আওয়াল বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের নেত্রী কুমকুম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের নেত্রী নিলুফা আক্তার টুকটুকি, সদর উপজেলা মহিলা দলের সভাপতি রেখা খাতুন, মহিলা দলের নেত্রী রোকসানা পারভীনসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। কর্মী সমাবেশ সফল করতে বটতৈল ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড থেকে কয়েক হাজার মহিলা কর্মীরা অংশ নেয়।
এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, দেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। বিগত ১৬ বছর জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্রকে বন্দি রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মহিলা দলের নেত্রী ও কর্মীরা যে সাহসিকতার সঙ্গে গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য মাঠে আছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন, বিএনপি বিশ্বাস করে, নারীর অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হতে পারে না। তাই মহিলা দলকে তৃণমূল থেকে আরও সংগঠিত হতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিকে প্রধান অতিথি কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে মহিলা দলকে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। তিনি আরো বলেন, আপনারাই বিএনপির শক্তি, আজ যেভাবে আপনারা মাঠে এসেছেন, ঠিক এইভাবেই ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিএনপির ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দিন। আজকের এই কর্মী সমাবেশ প্রমাণ করছে, কুষ্টিয়ার নারীরা অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার। আপনারা জানেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই এখন সময় এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও তীব্র করার। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন।
জনগণই হবে সেই নির্বাচনের মালিক। মহিলা দলের নেত্রী ও কর্মীরা যদি একযোগে মাঠে থাকে, তাহলে ইনশাআল্লাহ বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তিনি বলেন, আগামী নির্বানে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। নারী সমাজকে পিছিয়ে রেখে কোনো দেশ এগোতে পারে না। বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস সরকার এদেশের নারীদের জন্য কিছুই করেনি। আমরা চাই, প্রতিটি নারী যেন আত্মনির্ভরশীল ও মর্যাদাবান হয়ে গড়ে ওঠেন। তিনি আরো বলেন, গ্রামীণ নারী উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য আলাদা ‘নারী উন্নয়ন তহবিল’ গঠন করা হবে, যাতে গ্রামীণ নারীরাও ব্যবসা ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে অংশ নিতে পারেন।
আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ যেখানে নারী-পুরুষ সমান মর্যাদা ও নিরাপত্তা পাবে। বিএনপি সরকার গঠিত হলে নারীদের জন্য বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি, বয়স্ক, বিধবা ভাতা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রণয়ন করা হবে। সকলকে মনে রাখতে হবে, নারীর উন্নয়ন মানে জাতির উন্নয়ন। সে লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, আর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের কল্যানে কাজ করবে। পিছিয়ে পড়া দেশটাকে উন্নত রাষ্ট্রে পৌছে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সমাবেশ শেষে আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয়ের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন উপস্থিত নেত্রীরা।
