২ সেপ্টেম্বর কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের অংশগ্রহনে প্রথমবারের মত ‘পুনর্মলিনী ও লাঠি খেলা উৎসব’ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

২ সেপ্টেম্বর কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের অংশগ্রহনে প্রথমবারের মত ‘পুনর্মলিনী ও লাঠি খেলা উৎসব’

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৬, ২০২৩
২ সেপ্টেম্বর কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের অংশগ্রহনে প্রথমবারের মত ‘পুনর্মলিনী ও লাঠি খেলা উৎসব’

বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর ৯০বছর পুর্তিতে নারী লাঠিয়ালদের নিয়ে আগামী ২ সেপ্টেম্বর কুষ্টিয়ায় হতে যাচ্ছে “পুনর্মিলনী ও লাঠি খেলা উৎসব”। শুক্রবার সকালে বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর কেন্দ্রীয় কার্যালয় কুষ্টিয়া শহরের পুর্বমজমপুরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ খবর জানান উৎসব আয়োজক কমিটির আহবায়ক শাহিনা সুলতানা দ্বীজু।

২ সেপ্টেম্বর কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের অংশগ্রহনে প্রথমবারের মত ‘পুনর্মলিনী ও লাঠি খেলা উৎসব’

২ সেপ্টেম্বর কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের অংশগ্রহনে প্রথমবারের মত ‘পুনর্মলিনী ও লাঠি খেলা উৎসব’

২ সেপ্টেম্বর কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের অংশগ্রহনে প্রথমবারের মত ‘পুনর্মলিনী ও লাঠি খেলা উৎসব’

তিনি জানান, বাংলাদেশের লোকজ ঐতিহ্য লাঠিখেলার অপরিসীম গুরুত্ব নিয়ে এবার শুধুমাত্র মেয়ে লাঠি খেলোয়াড়দের অংশগ্রহনে এই আয়োজন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর শুরু থেকে বর্তমান পর্যন্ত সকল কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, উৎসব অনুষ্ঠানে নারী লাঠিয়ালদের সংবর্ধনা প্রদান করা হবে। তাদের সম্মানিত করতে বিভিন্ন রকমের আয়োজন থাকবে অনুষ্ঠানে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

২ সেপ্টেম্বর বিকেল ৩টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর উম্মুক্ত মঞ্চে পুনর্মমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উবিনীগ ঢাকার নির্বাহী পরিচালক ফরিদা আখতার, তোফাজ্জেল হেলথ ক্লিনিক পরিচালক ডাঃ আসমা জাহান লিজা ও কবি নজরুল ইসলাম সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. নুরুন নাহার লিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: শাহানা আক্তার চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজু, মঞ্জুরীন সাবরিন চৌধুরী, ফারহানা সুলতানা চৌধুরী, ক্রমন্তি চৌধুরী, লাঠিয়াল বাহিনীর প্রধান প্রশিক্ষক আলাউদ্দিন আলাল, লাঠিয়াল বাহিনীর প্রচার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী নিশান।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে ডাঃ শাহানা আক্তার চৌধুরী জানান, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ি, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক নারী লাঠিয়াল আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা রাখি। নারী ক্ষমতায়ন এবং লাঠিখেলার সাথে নারীদের সম্পৃক্ততার বিষয়ে মানুষের অজানা বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নারী লাঠিয়ালদের তাদের সম্মান প্রদর্শন, সেই সাথে লাঠি খেলায় নারীদের আরো বেশি সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন। তিনি জানান- ২ সেপ্টেম্বর সকালে গাছের চারা রোপনের মধ্যদিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। পরে কেক কাটা হবে। বিকেল ৩টায় নারী লাঠিয়ালদের অংশগ্রহনে নানান রংঙ্গে রাঙ্গিয়ে তোলা মহিলা লাঠিয়ালদের নিয়ে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমীর উম্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও লাঠি খেলা প্রদর্শিত হবে।

তিনি আরো জানান, লাঠিখেলাকে আমাদের শিল্প ও ঐতিহ্যের ধারক হিসেবে প্রতিষ্ঠিত করতে এই খেলাকে গ্রাম থেকে শহর, দেশ থেকে দেশান্তরে পৌছে দিতে লাঠিয়াল বাহিনীর প্রতিষ্ঠাতা ওস্তাদ সিরাজলু হক চৌধুরী মৃত্যুর পুর্ব পর্যন্ত সংগ্রাম করে গেছেন। আমরা তার উত্তরসুরী হিসেবে এই খেলাকে জাতীয়ভাবে স্বীকৃতি আদায় ও জাতীয় পর্যায়ে এই খেলার আয়োজনের প্রাথমিক পর্যায়ে আমাদের এই আয়োজন। তিনি এই আয়োজনের সকলের সার্বিক সহযোগিতা জানিয়ে অনুষ্ঠানের আমন্ত্রন জানান।

আরও পড়ুন: