নারী উদ্যোক্তা ঝর্ণা বেগমের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নারী উদ্যোক্তা ঝর্ণা বেগমের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৩, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ‘কম্বল বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবী সংগঠন আইডিএফ এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এসএম শাফিউল আজম। এসময় বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ও নিঝুম লেডিস কর্ণার এর কর্ণধার নারী উদ্যোক্তা ঝর্ণা বেগমসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।

এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমি আমার সাধ্যমত নানান সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আইডিএফ এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এসএম শাফিউল আজম বলেন, সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শীতার্তদের শীতের কষ্ট দূর হবে মন্তব্য করে তিনি প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ব্যবসায়ের পাশাপাশি মানব সেবামূলক কর্মসূচিসহ নানান সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ঝর্ণা বেগম। এই সেবামূলক কর্মকান্ডের মধ্যে রয়েছে ছিন্নমূল পথশিশু, এতিম ও দুস্থদের মাঝে খাদ্য, শিক্ষাসামগ্রী, ঔষধ, মাদ্রাসায় কুরআন শরীফ সহ, শিক্ষার্থীদের পোশাক প্রদান করে থাকে।