নিজ সংবাদ ॥ দোয়া মাহফিল, কাঙালিভোজ সহ নানা আয়োজনে কুষ্টিয়া জেলা যুবদল ও কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১ মে) বাদ জোহর শহরের বাবর আলি গেট জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল ও পরে জেলা যুবদলের উদ্যোগে থানাপাড়া বাঁধ সহ শহরের বিভিন্ন স্থানের গরীব- দুঃখী, অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধান ও কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ফুয়াদ রেজা ফাহিমের পরিচালনায় জেলা যুবদলের উদ্দ্যোগে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যুগ্ন সম্পাদক আব্দুল আওয়াল বাদশা , শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন। কুষ্টিয়া জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক জাকির হোসেন জনি, কুষ্টিয়া সদর উপজেলার যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম শিপন, শহর যুবদলের আহবায়ক শামীম, যুগ্ম আহবায়ক তারেক, যুগ্ন আহবায়ক আশরাফ, লিটন মেম্বার সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা করবি যা উপস্থিত ছিলেন। অপরদিকে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মজমাদার। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মঈদ বাবুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শফি মির্জা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বাবু, আব্দুস সালাম, বকুল আলী, গোলাম মোস্তফা, সাংগাঠনিক সম্পাদক শাহীন জোয়াদ্দারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
