নানান অভিযোগ নিয়ে জগতি রেল স্টেশনের ১৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নানান অভিযোগ নিয়ে জগতি রেল স্টেশনের ১৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৩
নানান অভিযোগ নিয়ে জগতি রেল স্টেশনের ১৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৮৬২ সালের ১৫নভেম্বর প্রথম রেল যুগে প্রবেশ করে বাংলাদেশ। চুয়াডাঙ্গার দর্শনা হয়ে জগতি রেলস্টেশনের জন্ম হয়। সেকারনে দেশের প্রথম রেলওয়ে স্টেশন হিসেবে স্বীকৃতি লাভ করে কুষ্টিয়া সদর উপজেলার জগতি রেলওয়ে স্টেশন। কুষ্টিয়ার জগতি এলাকায় দেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন অবস্থিত।

নানান অভিযোগ নিয়ে জগতি রেল স্টেশনের ১৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানান অভিযোগ নিয়ে জগতি রেল স্টেশনের ১৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানান অভিযোগ নিয়ে জগতি রেল স্টেশনের ১৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৮৬২ সালের ১৫ নভেম্বর কলকাতার রাণাঘাট থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩.১১ কিলোমিটার ব্রডগেজ রেলপথ চালু হয়। রেলপথ ও জগতি স্টেশন স্থাপনের পর দেশে শুরু হয় রেলওয়ের যাত্রা। কিন্তু অবহেলায় ঐতিহ্য হারাচ্ছে দেশের প্রথম রেলওয়ে স্টেশনটি। ২০২০ সাল থেকে ১৫ই নভেম্বর বাংলাদেশ সরকার রেল দিবস হিসেবে ঘোষণা দেয়। কিন্তু গতকাল ১৫ই নভেম্বর রেল দিবস উপলক্ষে বাংলাদেশের প্রথম এই রেল স্টেশনে স্টেশন কর্তৃপক্ষ বা বাংলাদেশ রেলওয়ে’র পক্ষ থেকে রেল দিবস উপলক্ষে কোন আয়োজন ছিলো না।

কিন্তু বুধবার (১৫ই নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জগতি রেল স্টেশনের ১৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্টেশনের আধুনিকায়ন সহ আন্তঃনগর ট্রেনের ষ্টপেজ দাবী করে জগতি রেল স্টেশন প্রাঙ্গনে নাগরিক সমাবেশ করছে এলাকাবাসী। উক্ত নাগরিক সমাবেশে কুষ্টিয়া পৌরসভাধীন ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইনতাজুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। এছাড়াও উক্ত নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, ঢাকা-ঝালুপাড়া মহাবিদ্যালয়ে অধ্যাপক নাসির উদ্দিন, পৗরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু জাহিদ সাঞ্জু, পৌরসভার ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর এজাজুল হাকিম, পৌরসভার ৭ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পারভীন হোসেন । এছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজ সেবক নূরুল ইসলাম সুরুজ এবং শফি।

বক্তব্য প্রদানকালে বক্তারা অবহেলিত জগতি স্টেশনের ইতিহাস ও এতিহ্য তুলে ধরেন। সেই ঐতিহাসিক এই স্টেশনটির দ্রুত সংস্কারের দাবী করেন এবং খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের এই স্টেশন থামানোর দাবী জানান। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করে ডিবিসি নিউজের ভিডিও সাংবাদিক নিয়ামূল ইসলাম এবং অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক কেকে কেটে জগতি রেল স্টেশনের ১৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।