চিথলিয়া সাগরখালি ডিগ্রি কলেজে বিএম শাখার নবীন বরন অনুষ্ঠিত
মিরপুর চিথলিয়া আদর্শ ডিগ্রি কলেজের কারিগরী শাখার ইন্টার প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় ১৫১ জন নবীন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে কলেজের হল রুমে নবিন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চিথলিয়া সাগরখালি ডিগ্রি কলেজে বিএম শাখার নবীন বরন অনুষ্ঠিত
উক্ত কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদ কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলাহ হেল বাকী,সাংবাদিক নাঈম খন্দকার,দৈনিক আমার সংবাদ পত্রিকার মিরপুর প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ আলী বলেন, আধুনিক বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আগামির স্মার্ট বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার্থীরা সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
