নবাগত প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমানের যোগদান
কুষ্টিয়া মেডিকেল কলেজের নবাগত প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান খান বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহন করেছেন। তিনি এর আগে রাজশাহী মেডিকেল কলেজের বেসিক সায়েন্স এন্ড প্যারাক্লিনিক্যাল ফ্যাকাল্টির ডীন এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।

নবাগত প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমানের যোগদান
অধ্যাপক ডাঃ মাহবুবুর রহমান স্বস্ত্রীক বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌছলে সেখানে তাকে ফুল দিয়ে বরন করে নেন কলেজের শিক্ষকেরা। পরে অফিস কক্ষে সদ্য বিদায়ী প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ দেলদার হোসেনের নিকট থেকে তিনি দায়িত্ব গ্রহন করেন।
এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ডাঃ মাহবুবুর রহমানকে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়।
সদালাপি ও মিষ্টভাষি ডাঃ মাহবুবর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি এমসিপিএস, এমডি (ইন্টারনাল মেডিসেন), এফএসিপি (ইউএসএ), পিএইচডি এফআরসিপি (এডিন) থেকে ডিগ্রী অর্জন করেন। তিনি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সেমিনারে যোগদান করেছেন।
ডাঃ মাহবুবুর রহমানের সহধর্মীনি রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ খান ইসরাত জাহান। এক কন্যা ও এক পুত্রের জনক ডাঃ মাহবুবুর রহমান কুষ্টিয়া মেডিকেল কলেজের ৮ম প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহনের পর সাংবাদিকদের জানান-কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপারগণ, শিক্ষক,স্থানীয় রাজনৈতিক ও সুধী মহলের সহযোগিতায় এই কলেজকে উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখবো।
তিনি জানান, মেডিকেল হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হওয়া দরকার। তাতে শিক্ষার্থীরা সাংঘাতিকভাবে উপকৃত হবে। তিনি শিক্ষক স্বল্পলতার বিষয়ে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে জানান।
নবাগত প্রিন্সিপাল কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠার রুপকার বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মেডিকেল কলেজ জেলাবাসীর স্বপ্নের দাবী ছিল। এই দাবী পুরন হানিফ মহোদয়ের প্রচেষ্ঠায় সম্ভব হয়েছে। তিনি এই কলেজের প্রতি নেক নজর রেখে চলেছেন। কলেজের শিক্ষক স্বল্পতা দূর করতে তিনি আমাদের সহযোগিতা করবেন বলে আশা রাখি।
এছাড়া হাসপাতালের কার্যক্রম শুরু হলেই মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমে আরো গতি ফিরে আসবে। তিনি জানান- কুষ্টিয়া মেডিকেল কলেজকে দেশ সেরা মেডিকেল কলেজ হিসেবে দেখতে চাই। আর এর জন্য যা করার আমি তা করবো। কলেজের সাবেক প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই আমি দায়িত্ব পালন করতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এই কলেজকে উন্নত করতে সচেষ্ট থাকবো। তিনি জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অধ্যাপক ডাঃ মাহবুবুর রহমান রাজশাহীর বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারন সম্পাদক, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নির্বাহী সদস্য এবং কবিকুঞ্জ‘র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
