কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহন
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক এহতেশাম রেজা দায়িত্বভার গ্রহন করেছেন। সোমবার সকালে তিনি নিজ দপ্তরে পৌছলে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহন
কর্ম দিবসের প্রথম দিন তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুপুরের পর তিনি জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।
এসময় তিনি কর্মকর্তা কর্মচারীদের জনগনের সেবাদানের মাধ্যমে মন জয় করে নেয়ার আহবান জানিয়ে বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগনের আমাদের নিকট অনেক প্রত্যাশা করে, তাদের প্রত্যাশা পূরনে আপনাদের সদয় থাকতে হবে। তিনি বলেন, আপনাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে আপনাদের আরো যত্ববান ও আন্তরিক হতে হবে। আপনাদের আন্তরিকতায় জনগন খুশি মনে সেবা গ্রহন করে এখান থেকে ফিরবে এই আশা রাখি।
![]()
নবাগত জেলা প্রশাসক এহতেশাম রেজা ইতিপুর্বে কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ডিসি নেজারতের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি প্রধান মন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন।
