কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব কামারুল আরেফিনকে ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার ৬:৩০ মিনিটের সময় ভেড়ামারা উপজেলা পরিষদ পরিদর্শনকালে উপজেলা প্রশাসন কর্তৃক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম উপজেলা সদর দপ্তরে নবনির্বাচিত এমপিকে স্বাগত জানান।
