নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ তৈরির বালি বিক্রিতে বাধা দেওয়ায় হাতুড়ি পেটা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ তৈরির বালি বিক্রিতে বাধা দেওয়ায় হাতুড়ি পেটা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ তৈরির জন্য সংরক্ষিত বালি বিক্রিতে বাধা দেয়ায় হাতুড়ি পেটা করা হয়েছে নদী সংরক্ষণ কমিটির এক যুগ্ম-আহবায়ককে। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ০৬ টায় মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর মীর আব্দুল করিম কলেজের মাঠে ১৫/২০ জনের একটি সশস্ত্র দল এ হামলা চালায়। এতে ঐ এলাকার নদীভাঙ্গন প্রতিরোধ কমিটির যুগ্ম – আহবায়ক ও মৃত ছানা মন্ডলের পুত্র আনোয়ার হোসেন মন্ডল গুরুতর আহত হয়।

তিনি বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আনোয়ার হোসেন মন্ডলের স্ত্রী মুন্নি খাতুন জানান-সম্প্রতি তালবাড়িয়া ঘাট হতে বাহিরচর পর্যন্ত পদ্মা নদীর তীরে তীব্র নদী ভাঙ্গন হচ্ছে। নদী ভাঙ্গন রোধে এলাকাবাসী কমিটি করে জিও ব্যাগ তৈরী করে নদী তীরে ফেলে নদী ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে। তিনি লক্ষ্যে মীর আব্দুল করিম কলেজের পেছনে বালি স্তুপ করে জিও ব্যাগে বালি পুরে তা নদীর বিভিন্ন পাড়ে ফেলা হচ্ছে।

কিন্তু এই বালির স্তুপ সম্প্রতি একটি কুচক্রী মহলের চোখে পড়ে এবং সেই বালি তারা বিক্রির জন্য পরিকল্পনা করে এবং তারা বালি নেয়ার জন্য বালির স্তুপের কাছে গাড়ি ভেড়ায়। বিষয়টি আনোয়ার হোসেন মন্ডলের দৃষ্টিগোচর হলে তিনি এলাকার কিছু লোকজনকে সাথে নিয়ে বাধা দেয়ার চেষ্টা করলে মির্জানগর গ্রামের শামসুল আলম প্রামানিক ছেলে একরাম, মৃত আব্দুর রহমানের ছেলে মহিদুল ইসলাম টুটুল ও কামু সহ ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আনোয়ার হোসেন মন্ডলের উপর হামলা করে। এসময় তাকে বেধড়ক হাতুড়ি পেটা করা হয়।

হামলা প্রতিরোধে যারাই এগিয়ে এসেছে,তাদেরকেই বেধড়ক পিটানো হয়েছে, এমনকি নারীরাও হামলার শিকার হয়।পরে গুরুতর আহত আনোয়ার হোসেন মন্ডলকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জানতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।