নতুন নিয়োগপ্রাপ্ত দুই আইনজীবি ও এক সাংবাদিককে সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নতুন নিয়োগপ্রাপ্ত দুই আইনজীবি ও এক সাংবাদিককে সংবর্ধনা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৩, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জজ কোর্টে পিপি হিসেবে অ্যাডভোকেট খোন্দকার সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট শামিম উল হাসান অপু নিয়োগপ্রাপ্ত হওয়ায় ও বেসরকারী টেলিভিশন নিউজটোয়েন্টিফোরে কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে মাহাতাব উদ্দিন লালন নিয়োগপ্রাপ্ত হওয়ায় সংবর্ধনা প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) কুষ্টিয়া আদালত চত্বরে অ্যাডভোকেট আব্দুর রউফের আয়োজনে তার নিজ চেম্বারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক, চ্যানেল আই’র কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর সভাপতিত্বে

ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি, দৈনিক কুষ্টিয়ার খবর ও দৈনিক কৃষিকণ্ঠের সম্পাদক জুবায়েদ রিপনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক হাওয়া’র সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর(পিপি) হিসেবে অ্যাডভোকেট খোন্দকার সিরাজুল ইসলাম ও বিশেষ জজ আদালতে অ্যাডভোকেট শামিম উল হাসান অপুকে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে গত ৩১ অক্টোবর ২০২৪ ইং তারিখে নিয়োগ প্রদান করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর(পিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট খোন্দকার সিরাজুল ইসলাম বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিতে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দেন। বেসরকারী টেলিভিশন নিউজটোয়েন্টিফোরে কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে মাহাতাব উদ্দিন লালন নিয়োগপ্রাপ্ত হওয়ায় তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ জজ আদালতে পাবলিক প্রসিকিউটর(পিপি)অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সারাদেশের বিচারিক কাঠামো ভেঙ্গে চুরমার করা হয়েছে।

নতুন দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিবিসি নিউজ ও দৈনিক সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা, দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক ডাঃ মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, সময় টিভির স্টাফ রিপোর্টার এস এম রাশেদ, ডেইলি স্টারের কুষ্টিয়া প্রতিনিধি আনিস মন্ডল, দৈনিক কৃষিকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলাইন এলিন, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ, দৈনিক ইত্তেফাক ডিজিটালের কুষ্টিয়া প্রতিনিধি আরেফিন সাগর। কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট আব্দুর রউফের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।