খোকসায় নকল বিড়ি উদ্ধারসহ গ্রেফতার-১
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের গোপন খবরের ভিত্তিতে (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ নির্দেশনায়, মঙ্গলবার (২৩ মে) দুপুরে শিমুলিয়া বিলজানি বাজার রিপনের চায়ের দোকান’র সামনে থেকে নকল বিড়ি সহ এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

খোকসায় নকল বিড়ি উদ্ধারসহ গ্রেফতার-১
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের শুল্ককর ফাঁকি দেয়া নকল বিড়ি বিক্রয় করতে এসে খোকসা থানার এসআই মোঃ ফজলুল হক জাহিদ ও সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় খোকসা থানাধীন বিলজানি বাজারের রিপন এর চায়ের দোকানে সামনে হইতে তাকে গ্রেফতার করেন।
জানাযায় ভেড়ামারা থানার গোলাপনগর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ সজোয় আহমেদ স্বপ্ন (২০) কে ১২০০ প্যাকেট অর্থাৎ ৩০০০০ হাজার সলাকা,মূল্য অনুমান-২০,০০০/- টাকা, নকল ব্যান্ডের নিউ কল্পনা বিড়িসহ একটি পালসার মোটরসাইকেল সহকারে গ্রেফতার পূর্বক নিয়মিত রুজু করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

