কুষ্টিয়ার মিরপুরের ধুবইলে জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধুবইল ইউনিয়নের এসিকে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মিরপুরের ধুবইল ইউনিয়ন জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত

ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল কাদের মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, কুষ্টিয়া জেলা জাসদের সদস্য জালাল উদ্দিন, ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সেলিম, জাতীয় যুবজোট জেলা শাখার সহ সভাপতি রেজাউল হক তুফান, ধুবইল ইউিনিয়ন জাসদের অন্যতম নেতা শাহাজুল ইসলাম মেম্বার, মহসিন মৃধৃা মেম্বার প্রমুখ।

বর্ধিত সভায় প্রধান অতিথি আহাম্মদ আলী বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরো সূ-সংগঠিত করতে হবে। তারই ধারাবাহিকতায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ঢেলে সাজানো হবে।
