জামাত ইসলাম রাজনীতির আড়ালে ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোকা দেয় : এমপি হানিফ
কুষ্টিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ট্যাবলেট বিতরণ, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান, পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণের অর্থ প্রদান, কৃষকদের প্রণোদনা হিসেবে পেয়াজ ও মাসকালাইয়ের বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। জামাত ইসলাম রাজনীতির আড়ালে ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোকা দেয় : এমপি হানিফ।

জামাত ইসলাম রাজনীতির আড়ালে ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোকা দেয় : এমপি হানিফ
৭ই আগস্ট সকালে কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মাঝে উপকরণগুলো বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলার ভূমি কমিশনার দবীর উদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে এসময় উপজেলা পরিসংখ্যান, সমাজ সেবা, ও কৃষি অধিদপ্তর সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলার মাদ্রাসা ও ভকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ, ৩২ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং ৬২ জন মানুষের মাঝে ক্ষুদ্রঋণ প্রদান করা হয় এবং ৩৫০ জন কৃষকের মাঝে পেয়াজ বীজ ও সার এবং ৩০০ জন কৃষকের মাঝে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়।

জামাত ইসলাম রাজনীতির আড়ালে ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোকা দেয় : এমপি হানিফ
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন বর্তমান সরকারের আমলে কৃষি খাতে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছেন।এখন কিন্তু মানুষ তিন বেলায় খেতে পারছে কেউ না খেয়ে থাকেনা, কৃষি ক্ষেত্রে বাংলাদেশের বিপ্লব ঘটেছে, আর এক একমাত্র নায়ক আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বর্তমানে কৃষি খাতকে আরো উন্নত করতে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের যেভাবে সহায়তা প্রদান করছে যার জন্য কৃষকরা সহজেই ফসল ফলাতে পারছে। এইযে আজকে শিক্ষার্থীদের মাঝে ট্যাব দিচ্ছি, আপনারা জানেন যে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরীত হচ্ছে। আর আমাদের শিক্ষার্থীদের স্মার্ট ভাবে গড়ে তুলতে ট্যাব বিতরণ করা হচ্ছে। আজকে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও ট্যাব বিতরণ করা হচ্ছে, আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরেই ধর্ম নিয়ে ইসলাম নিয়ে আমাদের সব থেকে বেশি কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান ইসলাম শিক্ষার বিস্তারের জন্য সরকারি সহযোগিতায় অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনারা জানেন যে সারা বাংলাদেশে ৫০৭ টি মডেল মসজিদ নির্মাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা পুরো বিশ্বে কোন রাষ্ট্র এমনটি করতে পারিনি, এই মসজিদ গুলোতে শুধু নামাজ পড়ানোয় হবে না এখানে ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করা যাবে এবং ইসলাম নিয়ে গবেষণা করা যাবে।যারা জামাত ইসলামী করে তারা কেন করে আমি জানিনা, জামাত ইসলাম রাজনীতির আড়ালে ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোকা দেয়।আপনারা জানেন ১৯৭১ সালে তারা পাকিস্তানের পক্ষে ছিলো, তারা সেসময় বাংলাদেশ মেয়েদের যে ধর্ষণ করা হয়েছিলো এবং লুটপাট করা হয়েছে তার ৮০% করেছিলো এই জামাত ইসলাম। কিন্তু আমার পবিত্র ইসলাম ধর্মে আছে খুন গুম, জিনা করা ইসলামে নিষেধ আছে। কিন্তু তারা এখনো মানুষ কে ধোকা দিয়ে যাচ্ছে।তারা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে মানুষের হাত কাটে রগ কাটে। মাদ্রাসা ছাত্রদের প্রতি আহ্বান থাকবে আপনারা এই ট্যাবের মাধ্যে বিশ্বকে জানুন। তারা বলে আওয়ামী লীগের মানুষ নামাজ পড়েনা, আমরা কি নামাজ পড়িনা হ্যা আমরাও নামাজ পড়ি। সবাইকে ধর্মের কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে
উল্লেখ্য এসময় সদর উপজেলার মাদ্রাসা ও ভকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠাননের ৭৮ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ, ৩২ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং ৬২ জন মানুষের মাঝে ক্ষুদ্রঋণ প্রদান করা হয় এবং ৩৫০ জন কৃষকের মাঝে পেয়াজ বীজ ও সার এবং ৩০০ জন কৃষকের মাঝে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়।
