দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥  কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শ্রী ওপেনদার (৩০) নামে একজন ভারতীয় নাগরিক আটক হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের বাংলাদেশ ভূ-খন্ড থেকে তাকে আটক করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্ত পিলার ১৫২/৬-এস সংলগ্ন জামালপুর সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিক অবস্থানকালে তাকে আটক করা হয়। তার নাম শ্রী ওপেনদার এবং সে ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার উচ্ছাগাঁও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামের বাসিন্দা।

২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে তাকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম  জানান, আটক হওয়া ভারতীয় নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।