দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২৪

নাজমুল ইসলাম, দৌলতপুর ॥ কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টা থেকে প্রায় ৫টা পর্যন্ত কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি ও রওশনবাগ ১৪৬ বিএসএফ এর উপ-অধিনায়ক মনহর লাল এর নেতৃত উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপির প্রতিপক্ষ বিএসএফ এর জলঙ্গী ক্যাম্পের ৮১/১-এস এর নিকট (ভারতের অভ্যন্তরে) এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে একটি প্রেস ব্রিফিং এর মধ্যমে বিজিবি’র পক্ষ থেকে এসব তথ্য জানানো। সৌজন্য সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার বিজিবি-বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ও সহযোগিতার মনোভাব বজায় রেখে, সীমান্তে বাংলাদেশী জনসাধারণের উপর কোনো অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করা, ভারত থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ পণ্য এবং অবৈধ অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে বিএসএফ কর্তৃক কঠোর নজরদারি ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান বিজিবি অধিনায়ক।

এছাড়াও বিজিবি, সীমান্তে অতিরিক্ত বিএসএফ জনবল বৃদ্ধির কারণ জানতে চানতে চাইলে বিএসএফ কমান্ডার একাধিকবার  নিশ্চিত করে বলেন, জনবল বৃদ্ধি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। তাছাড়া মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান আরো কার্যকর ভাবে প্রতিরোধ এবং কাঁটাতারের বেড়াহীন এলাকাগুলোতে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে ১৫০ গজ দূরত্বে কাঁটাতার স্থাপনের প্রস্তুতি হিসাবে পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণ কার্যক্রমের জন্য। উদয়নগর বিওপি সংলগ্ন আতারপাড়া গ্রামের পদ্মা নদীর ভাঙনের ফলে বাংলাদেশী জনসাধারণ কর্তৃক সীমান্তের ১৫০ গজের মধ্যে বসতবাড়ি নির্মাণ না করার বিষয়টি উল্লেখ করে বিএসএফ প্রতিনিধি বিজিবি অধিনায়ককে অনুরোধ করেন। সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্যে চোরাকারবারী বা দৃষ্কৃতিকারীদের অবৈধ কার্যক্রম প্রতিরোধে উভয় দেশের বিজিবি ও বিএসএফ এর কোম্পানি/বিওপি কমান্ডারদের মধ্যে আরও কার্যকর যোগাযোগ ও সমন্বয় প্রতিষ্ঠার জন্য স্থায়ী ও অফিসিয়াল সেলফোন নম্বর আদান-প্রদানের বিষয়েও আলোচনা হয়। এসময় আলোচ্য বিষয় গুলোতে ঐক্যমত পোষণ করেন ১৪৬ বিএসএফ এর উপ-অধিনায়ক মনহর লাল।