দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৮৯ বোতল ফেনসিডিলসহ ২জন মাদককারবারীকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ বকুল ইসলাম (২৫) ও আব্দুর রাজ্জাক (৩২) নামে দু’জন মাদককারবারীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের দবির মন্ডল ও মৃত মুনছার মন্ডলের ছেলে। র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল পাকুড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৮৯ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী বকুল ইসলাম ও আব্দুর রাজ্জাককে আটক করে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ২ লক্ষ ৬৭ হাজার টাকা। র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
