দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি’র উপর হামলার প্রধান আসামী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি’র উপর হামলার প্রধান আসামী আটক 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৪, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকা ও চ্যানেল এস  টিভির দৌলতপুর প্রতিনিধি আছানুল হক এর উপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামী রিন্টু আলী কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। এ বিষয়ে আছানুল হক বলেন, গত ২০ শে মে  রাত অনুমানিক ৮ টার পরে পেশাগত কাজ শেষ করে  তাঁরাগুনিয়া  বাজার থেকে দৌলতপুর উজেলার বাজারে অবস্থিত ওয়ালটন প্লাজায় আসার জন্য মোটরসাইকেল যোগে রওনা দেয়। স্বরুপপুর নাম স্থানে পৌছালে   রিন্টু নামে একজন সন্ত্রাসী  আমার গাড়ির গতিরোধ করে এবং বলে তুই সেই সাংবাদিক না।  যার কারনে আমাকে সামান্য গাঁজা সহ পুলিশ ধরে ছাড়ছিল না। আজ পেয়েছি মার সালাকে বলে রিন্টু সহ আর বেশ কয়েকজন আমাকে মারধর করে। এবং টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেই। পরে এলাকাবাসী ছুটে আসে এবং এলাকাবাসীর সাথে রিন্টু সন্ত্রাসীর বাহিনীর সাথে হাতাহাতী হয়। এলাকাবাসী তাদের হেফাজতে নিয়ে যায় আমাকে। পরে সহকামীরা ও পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে। পরে স্থানীয় এলাকাবাসী আমার পক্ষ নেওয়ায় তাদের হুমকি ধামকি দেয়। এ বিষয়ে আমি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ এজাহার দিয়েছি। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক আছানুলের উপর হামলার ঘটনায় লিখিত এজাহারের ভিত্তিতে মামলা হয়েছে এবং প্রধান আসামী রিন্টুকে গতকাল ২৩ শে মে ভোর রাতে তার নিজ বাসা থেকে  আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।