দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের হবিরচর ও মরিচা চৌদ্দহাজার মৌজা চরাঞ্চলে সংঘটিত ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি মুজা সরদার ওরফে মুজা চোরকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দৌলতপুর উপজেলার ফিলিপনগরের হবিরচর, চিলমারী ও মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার চরাঞ্চলে আলোচিত ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুজা সরদারকে বিশেষ অভিযান চালিয়ে গতকাল বুধবার (৫ নভেম্বর) ভোর রাতে গ্রেফতার করা হয়। তিনি এলাকায় “মুজা চোর” নামে পরিচিত এবং এর আগে আরও বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনায় তাঁর নাম উঠে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিপনগর হবিরচর-ইউনিয়নের চৌদ্দহাজার চরাঞ্চলে সংঘটিত ওই ট্রিপল মার্ডারের ডাবল মার্ডার মামলায় মূল পরিকল্পনাকারী মুজা ও মরিচার উজ্জ্বল বাহিনীর উজ্জ্বল সরদার, এদের নাম উঠে এসেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মুজা সরদার মন্ডল বাহিনীর করা এজাহারভুক্ত পলাতক আসামী ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা ওসি তদন্ত দৌলতপুর, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুজাকে গ্রেফতার করেছে। এজাহারভুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। মুজাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
