দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে পিয়ারপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) বিকালে কামালপুর বাজারে পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ এর পরিচালনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে মুনতাজ বলেন, দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, ৫ আগস্টের পরে তার লোকজন দিয়ে এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করেছে। তার সন্ত্রাসী গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন পিয়ারপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ।তাদের নেতৃত্বে আর অনেকে আছে এই গ্রুপে। এলাকায় নিরীহ মানুষের কাছে থেকে চাঁদা দাবি করছে তারা যারা চাঁদা দিতে না পারছে তারদের মারধর করা হচ্ছে। হোক সে বিএনপি না হোক অন্য দলের লোক। তাদের সন্ত্রাসী বাহিনীর নিকট এলাকার কেউ নিরাপদ না।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পিয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর ছেলে হাচান আলী ও ভাতিজা এনামুল হকের উপর হামলা করেছে তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার, তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । আমি দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল ও জেলা বি এন পির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। জহুরুল করিমের এমন বিচার করা হোক যেন কেউ আর দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজী না করতে পারে।
