দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭নং হোগলবাড়ি ইউনিয়ন ৫ নং ওর্য়াডের বৈদ্যনাথতলা গ্রামের জামাল মালিথার মেয়ে মোছাঃ শ্রাবন্তী আক্তার জুঁই (১৫)বি সি কে মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী প্রতিদিনের ন্যয় গত (২৯ শে ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭ টার সময় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়ে বি সি কে মাধ্যমিক বিদ্যালয়ের দিকে রওনা হলে বি সি কে বাজারস্থ জৈনক নাসির উদ্দীন এর চায়ের দোকানের সামনে থেকে লম্পট রাব্বি হোসেন নামের এক যুবক সিএনজি যোগ মেয়েটিকে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে মেয়েটির বাবার সঙ্গে কথা হলে, তিনি বলেন লম্পট রাব্বি হোসেন আমার মেয়েটিকে প্রেমের কুপস্তাব দিতো , আমার মেয়ে তাহার কুপস্তাবে রাজি না হওয়ায় লম্পট রাব্বি আমার মেয়েটিকে অপহরণ করে পালিয়েছে, এই বিষয়ে আমি দৌলতপুর থানায় উপস্থিত হয়ে একটি অপহরণের অভিযোগ দায়ের করেছি, প্রশাসনিক সহায়তা পেতে আপনাদের সহযোগিতা কামনা করছি। উক্ত বিষয়ে রাব্বি হোসেন মোবাইল নাম্বারে ০১৮৭৮৭০০৫৫৯ যোগাযোগ করার চেষ্টা করলে তাহার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ভিকটিম এর প্রতিবেশী পশু ডাক্তার আমানত মালিথার সঙ্গে কথা হলে তিনি বলেন, রাব্বি হোসেন লম্পট সে পূর্বে মেয়েদের কে ইভটিজিং করতো, শুনেছি গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শ্রাবন্তী আক্তার জুই নামের একটি মেয়েকে অপহরণ করে সিএনজি যোগ পালিয়েছে। সমাজে এই সমস্ত অপরাধ যাতে না ঘটে সেই দিকে প্রশাসনের দৃষ্টি থাকা উচিত বলে মনে করি।
