কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে, জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটলের পোস্টার ছিড়ে কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে পিয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা বুলবুল বলছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্থানীয় বিএনপি নেতা জহুরুল করিমের নেতৃত্বে পোস্টার ছেড়া হয়েছে বলে আমি মনে করি আমরা এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটলের কর্মী সমর্থক রফিকুল ইসলাম, আজমল আলী,রাজিব আলী বলেন, নির্বাচনের শুরু থেকে বর্তমান চেয়ারম্যান সোহেল রানা বুলবুল আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। পিয়ারপুর বাজার সহ বিভিন্ন জায়গার নির্বাচনী প্রচারণার পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ দিয়েছি ওসি এবং ইউএনও বরাবর ।
বিষয়টা সুষ্ঠুভাবে তদন্ত করে বিচার দাবি করছি আমরা। এদিকে কামালপুর বাজারে অবস্থানরত এলাকাবাসী বলেন, আমরা রবিবার সন্ধ্যার সময় বাজারের সকল প্রার্থীর পোস্টার দেখে গেছি সকালে এসে দেখি কোন প্রার্থী পোস্টার নাই। কে বা কাহারা পোস্টার ছিড়ে ফেলেছে সেটা সুষ্ঠু তদন্ত করা দরকার। এ বিষয়ে পিয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা বুলবুল বলেন , নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা থাকবে তাই আমার লোকজন একটা প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করছে।আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমার ধারণা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও নির্বাচনে অংশগ্রহণ করা দলগুলির মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে স্থানীয় বিএনপি নেতা জহুরুল করিমের নেতৃত্বে সকল পোস্টার ছেড়া হয়েছে।
বিষয়টি সঠিক তদন্ত হওয়া দরকার। এ বিষয়ে জহরুল করিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে আমি এবং এসিল্যান্ড সাহেব ঘটনা স্থানে গিয়াছিলাম তদন্ত চলছে। তবে সকলের পোস্টার ছিড়ে ফেলেছে।
