কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা না নিয়ে স্কুল ছুটির ঘোষণাদেন কর্তৃপক্ষ। পরে অফিস ও শ্রেনী কক্ষে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর নিজ বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান। যার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে স্কুল ছুটির বিষয়ে কিছুই জানেননা বলেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, তবে স্কুল বন্ধের বিষয়টি যানতে পেরে খুব কষ্টে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে পেরেছি তখন তিনি এমপি মহোদয়ের ওখানে ছিলেন। তাঁর কাছে স্কুল বন্ধের বিষয়ে জানতে চেয়েছিলাম তিনি আমাকে বলেছেন, স্কুল বন্ধ হয় নাই শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিলো এমপি মহোদয়ের সাথে। প্রোগ্রাম শেষ করে আমরা স্কুলে ফিরে যাবো। তবে দুপুর দুইটার দিকে সরজমিনে স্কুলটিতে গিয়ে ঘন্টা খানেক শিক্ষকদের ফেরার অপেক্ষায় ছিলো প্রতিবেদক। সেসময় অফিস ও শ্রেণী কক্ষে তালা ঝুলানো অবস্থায় দেখা যায়। ছিলোনা জাতীয় পতাকা, দেখে বোঝা যাচ্ছিলো প্রতিষ্ঠানটি বন্ধ পরে সেখানে উপস্থিত থেকে আবার মাধ্যমিক কর্মকর্তার কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান। এবিষয়ে বিদ্যালয়টির একাধিক শিক্ষার্থীর সাথে কথা হয় এর মধ্যে নাম না প্রকাশ শর্তে দ্বশম শ্রেণির এক ছাত্র বলেন, সকাল ১১ টার দিকে আজ স্কুল ছুটি দিয়েছে সারেরা (স্যারেরা), হাজিরাও নেয়নি। স্কুল কেন ছুটি দিয়েছে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলে এমপির বাড়িতে যাওয়ার জন্য। প্রতিষ্ঠানটির পাশে এক ফেরিওয়ালা দোকানীর কাছে যানতে চাওয়া হলে তিনিও একি কথা বলেন। রোজ ৪ টার সময় বন্ধ হয় আজ (গতকাল সোমবার) সকালেয় বন্ধ করে এমপির বাড়িতে গিয়েছে সারেরা। এবিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেজাউল করিমের কাছে জানতে চাওয়া হয় খোলা প্রতিষ্ঠান বন্ধ করে কেন এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছেন, তবে তিনি তার কোন সদুত্তর দিতে না পেরে স্কুল কমিটির সভাপতির নির্দেশে বন্ধ করেছেন বলে জানান। এসময় তিনি বলেন স্কুলের উন্নয়নের সার্থে তারা এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এদিকে এমন ঘটনায় অবিভাবকরা খোভ প্রকাশ করে নাম না প্রকাশ শর্তে এক অবিভাবক জানান, শুভেচ্ছা জানাতেই পারে তাই বলে প্রতিষ্ঠান ছুটি দিয়ে কেন এটা করা স্কুল কর্তৃপক্ষের ঠিক হয়নি অন্য সময় যেতে পারতো।
