দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে সনদ ও কোরআন শরীফ বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে সনদ ও কোরআন শরীফ বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৪

নাজমুল ইসলাম ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া শাপলা প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ সনদ ও কোরআন শরীফ বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বাবুল মোল্লা।

শাপলা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দৌলতপুর উপজেলা (দক্ষিণ) শাখার আমির মো.আরোজ উল্লাহ, দৌলতপুর কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কন্ট্রোলার মো.শহিদুল্লাহ, ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সহিদুল হক, অত্র স্কুলের সভাপতি শুয়াইব আনসারি।

এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাপলা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও বাংলাদেশ জামায়াত ইসলামী দৌলতপুর শাখার সেক্রেটারি মো.শফিউল ইসলাম। এসময় ২০২৩ সালে বৃত্তিপ্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ, সনদ ও ৬৫ জন শিক্ষার্থীকে একটি করে কোরআন শরীফ প্রদান করা হয়।