দৌলতপুরে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ১৭ লাখ টাকার ক্ষতি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ১৭ লাখ টাকার ক্ষতি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৮, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারে আশিক ইসলাম নামে এক ব্যবসায়ীর মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের শাটার ভেঙে প্রায় ১৭ লক্ষ টাকার মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া দোকানটি তারাগুনিয়া বাজারের রিন্টু মোল্লা সুপার মার্কেটে অবস্থিত। গতকাল বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত শীতের কারণে সকালে ওই সময় বাজারে মানুষের আনাগোনা খুব কম ছিল।

সেই সুযোগকে কাজে লাগিয়ে এক চোর দোকানের সামনে এসে শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দোকানে থাকা মোবাইল ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। ওই সময় দোকানের বাইরে আরো ৬ থেকে ৭ জন চোর ছিলো বলে জানান তারা। ঘটনার সময় দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় পুরো চুরির দৃশ্য ধারণ হয়। পরবর্তীতে সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় দোকান মালিক আশিক ইসলাম নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দোকান মালিক আশিক ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, চুরির ঘটনায় তার প্রায় ১৬-১৭ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। দ্রুত চোরকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি, দ্রুত চোরকে শনাক্তক বরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।