দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল আরোহীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৌহিদ আহমেদ (১৯) নামে এক যুবক আহত হয়েছেন। আহত তৌহিদ আহমেদ উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের মাহাতাব উদ্দীনের ছেলে। এঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর দুপুর দেড়টায় মোটরসাইকেল যোগে ডাংমড়কা সেন্টার মোড় থেকে বল ফিল্ড হয়ে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন।
এ সময় তানভির (১৯) নামে এক যুবক তার গতিরোধ করে। অভিযুক্ত তানভির ডাংমড়কা সেন্টার পাড়ার বাসিন্দা এবং মৃত সাইফুলের ছেলে। এসময় তানভির হাতে থাকা ধারালো রামদা দিয়ে আকস্মিকভাবে তৌহিদের হাতে ও কপালে আঘাত করেন। এতে তার হাতে ও কপালে গুরুতর জখম হয়। পরিস্থিতি বেগতিক দেখে আহত যুবক দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। পরে তিনি বিষয়টি তার পরিবারকে জানালে তাদের সহযোগিতায় তৌহিদ আহমেদ দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তিনি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে দৌলতপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
