দৌলতপুরে বিষ পানে যুবকের আত্মহত্যা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিষ পানে যুবকের আত্মহত্যা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৪, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ঘাস মারা বিষ পানে পরি দাস (৩০) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে । গতকাল শনিবার (১৩ জুলাই) সকালে মারা যান তিনি। পরি দাস দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া দাস পাড়ার মনির দাসের ছেলে।

পরি দাসের বাবা মনির দাস জানান, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাড়িতে রাখা ঘাস মারা বিষপান করে তার ছেলে । এক পর্যায়ে তিনি বিষের যন্ত্রণায় ছটফট শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক তাকে  রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

রাজশাহী নেওয়ার পথেই গতকাল শনিবার সকালে পরি দাসের মৃত্যু হয়। এর আগে পারিবারিক বিভিন্ন বিষয়ে পরি দাসকে তার বাবা বকাবকি করেছিল তবে কী কারণে সে বিষপান করেছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি কেউ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘাস মারা বিষপান করে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে । তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।