মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক ১৮’শ ৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুলাই ) বেলা সাড়ে ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২ মৌসুমে ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী ধানের সার এবং বীজ বিতরণ করা হয়।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনামূল্য সার-বীজ তুলে দেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মো.নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ। এসময় বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনার আওতায় দৌলতপুর উপজেলায় মোট ১৮’শ ৫০ জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। দৌলতপুর কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মো.নুরুল ইসলাম জানান, অনাবাদী পতিত জমি কিংবা কৃষি জমিতে উফশী জাতের ধান রোপণ করে দেশকে সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ করছে বর্তমান কৃষিবান্ধব সরকার। সরকার ভর্তুকি দিয়ে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার-বীজ প্রণোদনা হিসেবে বিতরণ করছেন। বিনামূল্যে সার বীজ পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণের স্বপ্ন খুঁজছেন কৃষকরা। সরকার তাই বিনামূল্যে সহযোগীতা করছেন।
