দৌলতপুরে বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৪

আশিক ইসলাম ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ( ৮ সেপ্টেম্বর) দুপুর ৩ টার সময় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা সাজ্জাদ হোসেন সাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ শামিম মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, মোঃ রেজাউল করিম, আমজাদ হোসেন মেম্বর সহ অন্যান্যরা। শান্তি সমাবেশে বিএনপি নেতা মাহফুজ মন্ডল সঞ্চালনা বক্তারা বলেন, দৌলতপুর একটি স্মার্ট উপজেলা গড়েতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই।

আর সুন্দর দেশ করতে হলে আমাদের সকলকে অন্যায়, দূর্ণীতি, চাঁদাবাজ প্রতিহত করতে হবে।  দৌলতপুরে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যেন কোন বিশৃঙ্খলা, চাঁদা বাজি না করতে পারে সেই দিকেও লক্ষ্য রাখার আহ্বান জানান নেতা কর্মীদের। এ সময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।