দৌলতপুরে ফিলিস্তিনি মুসলিমদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিগন।

দৌলতপুরে ফিলিস্তিনি মুসলিমদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
শনিবার (১৪অক্টোবর) বাদ আছর দৌলতপুর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা বাজার বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা মুসল্লিগন ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রসা আল্লারদর্গা এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন ও সংক্ষিপ্ত সমাবেশে করেন। এসময় উপজেলার সকল মসজিদের পেশ ইমাম, মওয়াজিম ও খাদেমগনসহ অসংখ্য ধর্মপ্রান মুসল্লিরা অংশ নেন।
![]()
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।
