দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া এলাকায় ফসলি জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে উপজেলার মানিকদিয়ার এলাকার রাজ মণ্ডল এবং
বাজু ডাঙ্গা এলাকার টিপু ইসলামের কাছ থেকে এ জরিমানা আদায় করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। এ বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন ফসলি জমির ক্ষতি করছে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
