দৌলতপুরে প্রচার সামগ্রী অপসারণে ব্যস্ত প্রার্থীরা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে প্রচার সামগ্রী অপসারণে ব্যস্ত প্রার্থীরা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৪, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়া-১ দৌলতপুর  আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা তাদের নির্বাচনি এলাকায় তাদের ব্যবহৃত সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে তৎপরতা শুরু করেছেন। সরেজমিনে দেখা গেছে, গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত আসনটির বিভিন্ন এলাকায় প্রার্থীরা স্বেচ্ছায় তাদের প্রচার সামগ্রী খুলে নিচ্ছেন। দেয়াল পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরাতে কর্মীদের ব্যস্ত থাকতে দেখা যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যমান আগাম নির্বাচনী প্রচার সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে গত বুধবার স্থানীয় সরকার বিভাগে একটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর্যন্ত সময় বেধেদেয় কমশিন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে প্রার্থীদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ভোটাররা। একাধিক তরুণ ভোটার জানান, নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা রেখে প্রার্থীদের এ ধরনের কার্যক্রম আগে কখনো চোখে পড়েনি, যা সুষ্ঠু নির্বাচনের একটি প্রতিক।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে আমরা আমাদের সব ধরনের আগাম প্রচার সামগ্রী অপসারণ করছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আইন মেনে চলা আমাদের দায়িত্ব।” অন্যদিকে, জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন বলেন, “নির্বাচনী আচরণবিধি রক্ষায় নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আমরা চাই একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।” নির্বাচন কমিশনের এমন কঠোর অবস্থান এবং প্রার্থীদের সহযোগিতামূলক ভূমিকা দৌলতপুরে নির্বাচনী পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলে মনে করছেন সচেতন মহল।