নাজমুল ইসলাম, দৌলতপুর ॥ কুষ্টিয়া দৌলতপুরে পৃথক পৃথক অভিযানে উপজেলার প্রাগপুর ও রামকৃষ্ণপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকার পূর্ব মহিষকুন্ডি গ্রামের এরশাদ আলীর বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা কালে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ এরশাদ আলীর স্ত্রী তসলিমা খাতুনকে আটক করা হয়। এরশাদ আলী বর্তমান পলাতক রয়েছেন। অন্যদিকে একই দিনে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের গাজী মন্ডলের ছেলে রতন আলীর বাড়িতে অভিযান
পরিচালনা করলে তার ঘরের একটি কক্ষে সুকৌশলে রাখা টিনের বাক্সের ভিতরে দেড় কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় আভিযানিক দলটি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার এস.আই মো. রাসেল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি আরো বলেন পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সিপাহী মো. জাহিদুল ইসলাম, মামুন রহমান ও বিলাস কুমার কুন্ডু সহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করা হয়।এরই মধ্যে মাদক কারবারি তসলিমা ও রতন আলীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দৌলতপুর থানায় মাদক আইনে দুজনের নামে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।
