দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে ১ কোটি টাকা চাঁদা দাবী ও বাড়িঘর ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। হামলায় আবু তাহের নামে একজন আহত হয়েছে বলে জানাগেছে। উপজেলার সদর ইউনিয়নের বেজপুর দক্ষিনপাড়া গ্রামের আবু তাহের এর ছেলে আবুল কাশেম (৩৮) বাদী হয়ে দৌলতপুর থানা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাগেছে, ২০১৫ সালে একই গ্রামের মোঃ লুৎফর রহমান, জাকির হোসেন নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম করে। সেসময় আবু তাহের বাদী হয়ে থানায় মামলা করে। ওই ঘটনায় জাকির হোসেনের চিকিৎসা বাবদ ৭ লক্ষ টাকা খরচ হয়। পরবর্তীতে গ্রামের গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি সালিশের মাধ্যমে ৩ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করে আপোষ মিমাংসা করে দিলে মামলা প্রত্যাহার করে নেয় আবু তাহের। পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে ১ কোটি টাকা দাবী করে প্রতিপক্ষের লোকজন।
টাকা না দিলে মাঠের ফসল আনতে দেবে না ও যেখানে পাবে সেখানে খুন জখম করবে বলে হুমকি দেয়। এরপর গেলো ২৭ নভেম্বর সকাল ৯ টার দিকে মোঃ রনজু চৌকিদার (৩৫), মোঃ মুকুল (৩৩), মোঃ কামরুল ইসলাম (৪২), মোঃ নয়ন আলী (৩৭), মোঃ খেতল (৪০), মোঃ ফারুক হোসেন (২৫), মোঃ নাবুল (৩৮), মোঃ শহিদুল ইসলাম (৪০), মোঃ মহিদুল ইসলাম (৩৮), মোঃ টেঙ্গর (৩৫), মোঃ শফিক (৩৫), রাশিদুল ইসলাম (৩০), মোঃ ড্যানি (৩০), মোঃ আসাদ (৩৫), রিয়ন (২২) হাতে লাঠি, লোহার রড, হাসুয়া রামদা নিয়ে বসত বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর আবুল কাশেম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর গত ২৯ নভেম্বর দৌলতপুর থানার একটি টিম তদন্তের জন্য আবুল কাশেম এর বাড়িতে যান, পুলিশের উপস্থিতীতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন আবুল কাশেম এর পিতা আবু তাহেরকে বেধড়ক মারধর করে ও বাড়ির ভিতর প্রবেশ করে সমস্ত বাড়িঘর ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগ করে চলে যায়।
