দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে রাজিব হোসেনের পান বরে পূর্ব শত্র“তার জেরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার (৪ মে) সন্ধ্যা রাতে এ ঘটনা ঘটেছে। আগুন দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রজিব হোসেনের স্ত্রী সারমিন, মৃত পিন্টুর স্ত্রী বকুল, মৃত কেরামতের ছেলে আত্তারুল হোসেন, মৃত বসের মন্ডলের ছেলে আফিরুল হোসেন বলেন, দীর্ঘদিন যাবত হাসিব মেম্বারদের সাথে একটি নির্বাচন কে কেন্দ্র করে শত্র“তা চলে আসছে। সেই কারনে হাসিব মেম্বারের লোকজন বাটুল নামে একজনকে হত্যা করে। সেই হত্যা মামলা তুলে নেওয়ার জন্য তারা জামিনে এসে বিভিন্ন ভাবে চাপ দিচ্ছে। আমরা রাজি না হওয়ায় তারা নতুন করে হুমকি ধামকি দিচ্ছে। গত রাতে তারাই পান বরে আগুন লাগিয়ে পান সহ বর পুড়িয়ে দিয়েছে এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি আমরা। এ বিষয়ে মেম্বারের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নাই।
