দৌলতপুরে পানিতে ডুবে ৪ বছর বয়সি দুই শিশুর মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে পানিতে ডুবে ৪ বছর বয়সি দুই শিশুর মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৩, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুরে পুকুরে পানিতে ডুবে ৪ বছর বয়সি আপন দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেরার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার খুদা বাক্সের ছেলে নুরাইল হোসেন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন(৪)। তারা দুইজন আপন চাচাতো ভাই-বোন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, বিকেলে বাড়ির পাশে দুই চাচাতো ভাই-বোন খেলা করছিলো একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। সন্ধ্যায় পুকুরে তাদের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।