দৌলতপুরে পরকীয়ার জেরে কান হারালেন নেতা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে পরকীয়ার জেরে কান হারালেন নেতা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৩
দৌলতপুরে পরকীয়ার জেরে কান হারালেন নেতা

কুষ্টিয়ার দৌলতপুরে পরকীয়ার জেরে কামড় দিয়ে টিপু সুলতান (৪০) নামের স্থানীয় এক আওয়ামীলীগ নেতার কান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। টিপু সুলতান গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোয়ালীয়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

দৌলতপুরে পরকীয়ার জেরে কান হারালেন নেতা

দৌলতপুরে পরকীয়ার জেরে কান হারালেন নেতা

দৌলতপুরে পরকীয়ার জেরে কান হারালেন নেতা

সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গোরস্থানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। টিপু সুলতান একই এলাকার রায়েজ উদ্দিন মন্ডলের ছেলে। প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে ইউ পি সদস্য মনিরুল ইসলাম জানান, পরকীয়ার সম্পর্কের টানে রোববার বিকালে টিপু সুলতান নামের ওই যুবকে স্থানীয় এক গৃহবধূর বাড়ি গিয়ে অনৈতিক কর্মকাণ্ড শুরু করে। এসময় ওই গৃহবধূর স্বামী মাঠ থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে টিপু সুলতানের সঙ্গে তার স্ত্রীকে দেখে টিপুকে আটকে রাখার চেষ্টা করে। এসময় টিপু ওই গৃহবধূর স্বামীকে মারপিট করলে গৃহবধূর স্বামী টিপুর কান কামড়ে ছিড়ে নেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওই গৃহবধূ জানান, টিপু সুলতানের সঙ্গে আমার স্বামীর ভালো সম্পর্ক। সেই সূত্র ধরে আমাদের বাড়িতে টিপু সুলতানের আসা যাওয়া ছিল। কিন্তু তার সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না। আজ (সোমবার) বিকালে আমি আমার শোয়ার ঘরে শুয়ে ছিলাম, চোখে একটু ঘুমের ভাব ছিল এবং বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে টিপু এসে আমার ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে। এমন সময় আমার স্বামী বাড়িতে এসে দেখে ফেলে। তখন আমার স্বামী উত্তেজিত হয়ে কামড় দিয়ে টিপুর কান ছিড়ে দিয়েছে।

এ বিষয়ে ঐ নারীর স্বামী বলেন, আমি মাঠের কাজ শেষে বাড়ি ফিরে আমার স্ত্রীকে টিপু সুলতানের সাথে অনৈতিক অবস্থায় দেখতে পাই। তখন সে পালানোর চেষ্টা করে এবং আমাকে মারপিট করে আমি এক পর্যায়ে তার কানে কামড় ধরি তখন তার পরিবারের লোকজন আমাকে মারপিট করে তাকে নিয়ে চলে যায়। তবে এই ঘটনার সঠিক বিচার চাই আমি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।