নাজমুল ইসলাম ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পাবনা নৌ পুলিশ। গতকাল শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় । ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, পদ্মা নদী মাঝখান থেকে অজ্ঞাত ওই পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ১০ থেকে ১৫ দিন আগের মরদেহ। এসময় তিনি আরো বলেন, আমরা এখনও লাশের পরিচয় পাইনি। লাশের পরনে কালো ট্রি শার্ট ও চেক লুঙ্গি ছিলো, লাশের গায়ে পচন ধরেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, লাশটি পাবনা নৌ পুলিশের সদস্যরা উদ্ধার করেছে।
