এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দৌলতপুরের পথে প্রান্তরে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ঘোষণা করায় সারা দেশের ন্যায় দৌলতপুর উপজেলা বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা তার নির্বাচনী প্রচারণায় মাঠ দখলে নিতে প্রতিদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন।
ইউনিয়ন বিএনপির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন ইউনিয়নে পথসভা, নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য অফিস উদ্বোধন, বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকের মধ্য দিয়ে দলীয় নেতা কর্মীদের ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান। গতকাল বুধবার (১২ নভেম্বর) বেলা ৩টা থেকে বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় গণসংযোগ ও পথসভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় তার সাথে ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক খেলাফত হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
