দৌলতপুরে দ্রব্যমূল্যের উর্দ্বগতি রোধে লিফলেট বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে দ্রব্যমূল্যের উর্দ্বগতি রোধে লিফলেট বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২১, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নিত্যপণ্যের মূল্যস্ফীতি, ডলার সংকটের কারণে আমদানি ব্যায়ভারের অসামঞ্জস্যতা, অব্যাহত টাকা পাচার, ব্যাংক লুটপাট, প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে চেইনে সিন্ডিকেট, পরিবহনে চাঁদাবাজি, প্রশাসনে ঘুষ-দুর্নীতি ইত্যাদির কারণে দ্যব্যমূল্যের উর্দ্বগতি রোধে ও সরকারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া শাখার উদ্যোগে সাধারন জনগনের মাঝে লিফলেট বিতরণ করেছে। গতকাল বুধবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে এ লিফলেট বিতরণ কর্মসুচি করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতারা। এ সময় উপজেলার বিভিন্ন বাজারে সাধারন জনগনের মাঝে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুযায়ী  দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও অধিক মুনাফা লভীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ কর্মসুচি করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কম: মজিবুর রহমান, জেলা কমিটির সভাপতি কম: ফজলুল হক বুলবুল, জেলা যুব মৈত্রী সভাপতি প্রভাষক লুৎফুল হক পাপ্পানা, দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক হালিমুজ্জামান, উপজেলা যুব-মৈত্রীর সাধারণ সম্পাদ উজ্জ্বল হোসেন ও ছাত্র মৈত্রী নেতৃবৃন্দরা। লিফলেট বিতরণ শেষে দৌলতপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর স্বারক লিপি প্রদান করেন নেতারা।