দৌলতপুরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৭, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে এক বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শনিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের নিমতলা বাজার এলাকা থেকে জামিরুল ইসলাম (৪০) নামে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দন্ডপ্রাপ্ত পলাতক আসামি দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের শামসুল হকের ছেলে। র‌্যাব সূত্র জানায়, আত্মগোপনে থাকা কারাদণ্ডের পলাতক আসামির অবস্থানের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল আদাবাড়িয়ার নিমতলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পার্শ্ববতী মেহেরপুর জেলার গাংনী থানার জিআর-১৪১/২০১৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এক বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি জামিরুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব। সে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫দিনের সশ্রম কারাদণ্ডের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল। জামিরুল ইসলাম গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।